Monday, February 9, 2015

আবু আমিনা বিলাল ফিলিপ্স (লেকচার সমগ্র)

বাংলাদেশের মুসলমানদের ইসলাম সম্পর্কে জ্ঞান একেবারেই কম। যতটুকু আছে তাও পারিবারিক সূত্রে পাওয়া একাডেমিক কোন পড়াশোনা ছাড়াই। আর মাদ্রাসার সাথে সাধারণ মানুষের তেমন কোন যোগাযোগ নেই। যার কারনে যেকোন ফেতনায় তারা সহজে কাবু হয়ে যাচ্ছে। ঈমান পড়ছে হুমকির মুখে। তার উপর খ্রীস্টান মিশনারীর তৎপড়তা, সেকুলারদের আক্রমন ইত্যাদিতো আছেই।
এখন প্রত্যেক মুসলমানের উচিত (যারা নিজেদের মুসলিম দাবী করছেন) নিজের ঈমানের ভিতকে আগে মজবুত করা যাতে যেকোন আক্রমন প্রতিহত করতে পারেন। ঈমানের মধ্যে প্রথমে আসে তাওহীদ। তাওহীদ কী, কত প্রকার ও কী কী ইত্যাদি সম্পর্কে আগে জানতে হবে।
তাওহীদ সম্পর্কে জানার জন্য বর্তমান সময়ে সবচেয়ে ভাল বই হচ্ছে ড. বিলাল পিলিপস রচিত বই “তাওহীদের মূল নীতিমালা”। আর তাওহীদের উপর উনার 6টি লেকচার ইউটিউব থেকে ডাউনলোড করে শুনতে পারেন।

No comments:

Post a Comment