Tuesday, August 11, 2015

সঠিক নিয়ত


আমরা অনেক সময় অনেক কাজ করি যেগুলো নিতান্ত ভাল কাজ। কিন্তু সঠিক নিয়তের অভাবে তা করা সত্ত্বেও কোন সওয়াব প্রাপ্ত হয় না। এজন্যে আমাদের সঠিক নিয়ত করে কাজ করা উচিত। আর সঠিক নিয়ত হচ্ছে: যা কিছু করবেন তা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই করবেন। চলুন একটি হাদিস দিখি:
ওহীর সূচনা অধ্যায় ::
সহিহ বুখারী :: খন্ড ১ :: অধ্যায় ১ :: হাদিস ১

হুমায়দী (র) ........... ‘আলকামা ইব্ন ওয়াক্কাস আল-লায়সী (র) থেকে বর্ণিত, আমি উমর ইবনুল খাত্তাব (রা)-কে মিম্বরের ওপর দাঁড়িয়ে বলতে শুনেছিঃ আমি রাসূলুল্লাহ্  (সা) কে বলতে শুনেছিঃ প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত। আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। তাই যার হিজরত হবে দুনিয়া লাভের অথবা নারীকে বিয়ে করার উদ্দেশ্যে- সেই উদ্দেশ্যেই হবে তার হিজরতের প্রাপ্য।

No comments:

Post a Comment